রাজধানীতে ফের চলন্ত অবস্থায় যাত্রী নামতে গিয়ে বাসের চাপায় মারা গেলেন আব্দুল মতিন (৬০) নামের এক যাত্রী।
শনিবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সেগুনবাগিচার বারডেম হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তানগামী যাত্রীবাহী বাস থেকে নামছিলেন ওই ব্যক্তি। কিন্তু নামার সময় বাসটি দ্রুত চালিয়ে গেলে ছিটকে পড়েন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মৃত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এর মাধ্যমে তার নাম জানা যায় আবদুল মতিন। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
(Visited ১ times, ১ visits today)