রবিবার , ১৫ জুলাই ২০১৮ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিসিসি নির্বাচন : জাপা মেয়র প্রার্থী ২৪ দফা ইশতেহার ঘোষণা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৫, ২০১৮ ১২:২৫ পূর্বাহ্ণ

ব‌রিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছে জাতীয় পার্টির (জাপা) মনোনিত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। শনিবার (১৪ জুলাই সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে ২৪ দফা ইশতেহার তুলে ধরেন তিনি।

ঘোষিত ইশতেহারে তিনি বরিশাল সিটি কর্পোরেশনকে সব ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত নারী ও শিশু বান্ধব একটি নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহারে তিনি বরিশালের ঐতিহ্য রক্ষণাবেক্ষণ করে নান্দনিক সিটি গড়ে তোলা, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকরণ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা, প্রত্যেক ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা, পাঠাগার প্রতিষ্ঠা করা, খেলার মাঠ বাড়ানো, জেল খালসহ সব খাল সংস্কার করা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নদীর পাড়ে আধুনিক পার্ক ও পর্যটন কেন্দ্র নির্মাণ করা, শিক্ষার মান উন্নয়ন, ভোলার গ্যাস বরিশালে আনা, কর্মজীবী নারীদের আবাসস্থল নির্মাণ করার কথা উল্লেখ করা হয়েছে।

ইশতেহার ঘোষণাকালে তাপস বলেন, ইশতেহার নয় এগুলো আমার নির্বাচনী অঙ্গীকার নামা। যা বরিশাল মহানগরকে নিয়ে অনেক আমার স্বপ্ন। আমি বরিশাল সিটি করপোরেশনের একজন বাসিন্দা। নাগরিক অধিকার এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বোধ সবসময় আমাকে তাড়িত করে। যখন দেখি মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে, তখনই মন বিদ্রোহী হয়ে ওঠে।

আমি বরিশালকে একটি উন্নত নগরীতে পরিণত করতে চাই, বদলে দিতে চাই রাজনীতিবিদদের ওপর মানুষের বিরুপ ধারণা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়পার্টির বরিশাল জেলার সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, প্রার্থীর স্ত্রী ইসমত আরাসহ দলীয় নেতাকর্মীরা।’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত