বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তিনটি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থীই পাশ করতে পারেনি।এরমধ্যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামপুর সেকেন্ডারি স্কুল ও ভেরন বাড়িয়া সি.এস.ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পটুয়াখালীর উত্তর মৌকরণ এএইচ সেকেন্ডারি বিদ্যালয়। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামপুর সেকেন্ডারি স্কুলের ১৭ জন ও ভেরন বাড়িয়া সি.এস.ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন এবং পটুয়াখালী সদরের উত্তর মৌকরণ এএইচ সেকেন্ডারি বিদ্যালয়ের ৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম। তিনি জানান, ৩ টি বিদ্যালয়ে যেমন কেউ পাশ করেনি তেমনি বোর্ডের আওতাধীন ৫০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। যারমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৬ টি, এরপর বরগুনায় ১১ টি, ভোলায় ১০ টি, পটুয়াখালীতে ৬ টি, পিরোজপুরে ৪ টি ও ঝালকাঠিতে ৩ টি বিদ্যালয় রয়েছে।