মঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভুয়া খবর প্রমাণিত হলে সাংবাদিকের সরকারি স্বীকৃতি বাতিল

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৩, ২০১৮ ৮:৩৬ অপরাহ্ণ

সংবাদ মাধ্যমে ভুয়া খবর প্রচার নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। এরই মধ্যে বেশ কিছু দেশ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আর তারই ধারআরাহিকতায় ভুয়া খবর প্রচার ঠেকাতে এবার নতুন পদক্ষেপ নিল ভারত সরকার।

সোমবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ভুয়া খবর প্রমাণিত হলে সাংবাদিকদের সরকারি স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন কার্ড) কেড়ে নেওয়া হবে। এ ব্যাপারে সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া খবর প্রমাণে প্রথমবার ৬ মাসের জন্য সরকারি স্বীকৃতি বাতিল করা হবে। দ্বিতীয়বার এক বছরের জন্য এবং তৃতীয়বার একই কাজ করলে সারাজীবনের জন্য সরকারি স্বীকৃতি বাতিল করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া খবরের অভিযোগ এলেই এখন থেকে তা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) এবং নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের(এনবিএ) কাছে পাঠানো হবে। দু’সপ্তাহের মধ্যে তারা যাচাই করে দেখবে খবরটি সত্যিই ভুয়া কি না। এরপর সংশ্লিষ্ট সাংবাদিকের স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন কার্ড) সাসপেন্ডেড থাকবে। খবর ভুয়া প্রমাণ হলে বিধিমতো শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি নতুন সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। কোনো সাংবাদিক যখন স্বীকৃতির জন্য আবেদন করবেন তখন তিনি পিসিআই এবং এনবিএ-র নির্দেশিকা অনুসরণ করে এসেছেন কি না, তা যাচাই করে দেখা হবে।

এছাড়া যেসব সাংবাদিকের সরকারি স্বীকৃতি নেই তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় অন্যভাবে পদক্ষেপ নেবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি