রবিবার , ১ এপ্রিল ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রশ্ন ফাঁস ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারির নির্দেশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১, ২০১৮ ১১:৩০ অপরাহ্ণ

২০১৮ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সময়ে কোনো হিসাবে অস্বাভাবিক লেনদেন হলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। মোবাইল ব্যাংকিংয়ে প্রশ্ন ফাঁসের টাকা লেনদেন ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে।

সংশ্নিষ্টরা জানান, প্রতিযোগিতামূলক অধিকাংশ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে নানামুখী সমালোচনা রয়েছে। বড় অংকের অবৈধ লেনদেনের বিপরীতে এসব প্রশ্ন ফাঁস হচ্ছে বলে অভিযোগ। এসব ঘটনায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও প্রশ্ন ফাঁস থামছে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার সময় মোবাইল ব্যাংকিয়ে সম্পাদিত লেনদেন কঠোর নজরদারির আওতায় রাখতে হবে। মোবাইল ব্যাংকিং সেবাদাতা সব প্রতিষ্ঠান নিজ নিজ ডিস্ট্রিবিউটর, সুপার এজেন্ট, এজেন্ট ও গ্রাহকদের এ নির্দেশনা বিষয়ে অবহিত করতে হবে।

এতে আরও বলা হয়, এজেন্টদেরও যথাযথ নজরদারির আওতায় রাখতে হবে। যেসব মোবাইল ব্যাংকিং হিসাবে অস্বাভাবিক লেনদেন দেখা যাবে, সেসব লেনদেন প্রদানকারী ও গ্রহণকারীর তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠাতে হবে।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি