বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারি চালিত রিক্সা (অটোরিক্সা) উচ্ছেদ বন্ধ করাসহ প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ণ করে লাইসেন্স দেওয়ার দাবিতে বরিশাল নগরীতে লাল পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ফকিরবাড়ি রোড থেকে লাল পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মেয়র প্রার্থী ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে লাল পতাকা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ একই দাবিতে সিটি মেয়র বরাবর একটি স্মারকলিপি দেন।
(Visited ৮ times, ১ visits today)