শুক্রবার মালয়েশিয়াকে গুনে গুনে ১০ গোল দিয়ে বিজয় উৎসবে মেতেছিল বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার ইরানের মতো শক্তিদালী দলের জালে ৮ গোল দিয়ে তাই যেন বাধনহারা তারা।
হংকংয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা আজ তাদের দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন লাল সবুজ দলের দুই কিশোরী- তহুরা ও শামসুন্নাহার।
বাংলাদেশের চেয়ে ইরান তুলনামূলক অনেক ভাল দল অন্তত ফিফা র্যাংকিং তাই বলছে। বিশ্ব নারী ফুটবল র্যাংকিংয়ে ইরানের অবস্থান ৫৮ । যেখানে বাংলাদেশ ১০২ নম্বরে। কিন্তু আজকের ম্যাচের ফলাফল দেখে ভুলেও কেউ আর র্যাংকিং জানতে চাইবে না।
উল্লেখ্য, রোববার শেষ ম্যাচে হংকংকে হারাতে বা ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
(Visited ১০ times, ১ visits today)