বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ২ হাজার ৭শ’ ৪ বস্তা সিমেন্ট বোঝাই একটি কর্গো ডুবে গেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার সময় কার্গোতে থাকা মাস্টার সহ ৪ জন কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এ কারণে কোন হতাহত হয়নি।
বরিশাল নৌ পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী জানান, বরিশাল থেকে ২ হাজার ৭শ’ ৪ বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলো। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে কার্গোটি হিজলার ধুলখোলা সংলগ্ন উত্তাল মেঘনায় ডুবে যায়। কার্গোতে থাকা মাস্টার সহ ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গো ডুবির বিষয়টি সংশ্লিস্ট বিভাগকে অবহিত করে সেটি উদ্ধারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান নৌ পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী।
(Visited ৭ times, ১ visits today)