নিউজিল্যান্ড সফরে পূর্নাঙ্গ সিরিজে পুরোপুরিই ব্যর্থ টিম বাংলাদেশ। ওয়ানডে, টি২০ আর টেস্ট মিলিয়ে বাংলাদেশ হেরেছে মোট ৮ টি ম্যাচ। এই ফলাফলে বাংলাদেশের আত্মবিশ্বাসে যে একটা ধাক্কা লেগেছে সন্দেহ নেই। তবে এটাকে আমলে আনতে নারাজ টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি মনে করেন, এই সফর থেকেই ভবিষ্যতের জন্য অনেক কিছু অর্জন করেছে টিম বাংলাদেশ। এই সুবাদে সন্তুষ্টির ঢেকুরও তুলেছেন তিনি।
মঙ্গলবার ক্রাইসচার্চে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি ওদের পারফরম্যান্সে সন্তুষ্ট। এটা চূড়ান্ত রকমের বাজে কিছু নয় যে এর থেকে উন্নতি করা সম্ভব না। সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ইতিবাচক দিকই আছে। যা হয়েছে তার জন্য সোজা একেবারে ওদের বাদ করে দিতে পারেন না পরের বিদেশ সফরগুলোতে। এই সফরের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটকে সাহায্য করবে। এই খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো করতেও সাহায্য করবে। রাব্বি-মিরাজদের মতো নতুনেরা ইংল্যান্ডের বিপক্ষে আগের সিরিজ থেকে এই সফরে অনেক উন্নতি করেছে। আমি ওদের দ্রুত শিখতে দেখছি।’
‘যে কন্ডিশনে খুব বেশি খেলার সুযোগ আমাদের হয় না, সেখানে জয়ের সম্ভাবনা তৈরি করাটা অবশ্যই ইতিবাচক ব্যাপার।’ যোগ করেন তিনি।
সফরে জয়ের ব্যপারে বেশ কিছু সুযোগ এসেছিল টিম বাংলাদেশের সামনে। এই অবস্থায়, সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে না পরায় হতাশ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘একটি ম্যাচ বাদে আমরা প্রায় প্রতিটি ম্যাচেই লড়াই করেছি, জয়ের সুযোগ তৈরি করেছি। সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। এটি খুবই হতাশার।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘যদি তাদের ভালো করার সামর্থ্য ও প্রতিভা না থাকত, তাহলে হয়তো এতটা চিন্তিত হতাম না। কিন্তু খেলোয়াড়দের ভালো করার সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো খেলতে না পারাটা সত্যিই খুব হতাশার।’
এদিকে ভালো করতে না পারার কারন ও তার প্রতিকারের বিষয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় ভালো করতে না পারার পেছনে মানসিক ব্যাপার একটা কারণ। তবে আমরা এ বিষয়টি নিয়ে সকলের সঙ্গে বসতে চাই। দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়াই এখনকার লক্ষ্য।’