প্রাকৃতিক দুর্যোগের কারণে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান বলেন, রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে লিখিত পরীক্ষায় ৩২৮টি পদের বিপরীতে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবারের লিখিত পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে এ নিয়োগ পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ৫ পর্যন্ত। এর মধ্যে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় বিদ্যুৎ ছিল না। আবহাওয়া খারাপ থাকায় সব দিক বিবেচনায় নিয়ে পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
(Visited ৬ times, ১ visits today)