সিঙ্গাপুর থেকে ভারতে ফেরার পরই ছেলে তৈমুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কারিনা কাপুর খান। মনীষ মালহোত্রার ফ্যাশন শো শেষ করে মুম্বাইতে ফেরার পর প্রথমে তৈমুরকে নিয়ে প্লে স্কুলে যান কারিনা। ছেলেকে কোলে নিয়ে শুটিং স্পট ঘুরিয়ে তারপর স্কুলে পৌঁছে দেন কারিনা।
আর এবারও ক্যামেরার ফ্ল্যাশ দেখে হাসি হাসি মুখে করে তাকিয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। কিন্তু এরপরেই গন্ডগোলটা বেঁধে যায়। ক্যামেরা দেখে হাসিমুখে থাকলেও, ক্যামেরা থেকে আড়াল করতেই কেঁদে ভাসাল তৈমুর।
জানা গেছে, কারিনা যখন পাপারাৎজির সামনে থেকে ছেলেকে এক প্রকার জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন কেঁদে ফেলে তৈমুর। ছেলের সেই কান্না দেখে হেসে ফেলেন কারিনা নিজেও। ছোট থেকেই যে তৈমুর ক্যামেরাপ্রেমী হয়ে উঠেছে, তা এই ছবি থেকেই বেশ স্পষ্ট।
(Visited ৯ times, ১ visits today)