শুক্রবার , ৩০ মার্চ ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৩০, ২০১৮ ১১:৩৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দুপুরে জেলার সদর উপেজলা, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঝড় ও শিলাবৃষ্টি। আকাশ অন্ধকার করে নেমে আসে ঝড়। প্রায় আধাঘণ্টাকাল স্থায়ী এ শিলাবৃষ্টিতে ভুট্টা, আম, লিচু ও পিঁয়াজ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে।

শতশত একর ভুট্টাক্ষেত ভেঙে পড়েছে। এছাড়াও ঝড়ে বেশকিছু গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। অবরুদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে এখন পর্যন্ত হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

সদর উপজেলা শিবগঞ্জের বিশ্বাসপুর গ্রামের তরমুজ চাষি হেলাল জানান, আজকের এই শিলাবৃষ্টিতে আমাদের তরমুজের ব্যপক ক্ষতি হয়েছে যতগুলি ফল এসেছিল সবগুলোয় নষ্ট হয়ে যাবে এবং কিছু কিছু গাছ ও নষ্ট হয়ে গেছে। তবে আবার এই বৃষ্টিতে মরিচ চাষিদের জন্য উপকার হয়েছে।

বিশেষ করে সদর ও রাণীশংকৈল উপজেলার কয়েকটি ইউনিয়নে আঘাত হানে ঝড়। কিছু গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসলাম মোল্লা জানান, প্রাথমিকভাবে ঝড়ে কৃষি ক্ষেত্রের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে জেলা প্রশাসন কৃষি কর্মকর্তাদের জরিপ করার নির্দেশ দেয়া হয়েছে। জরিপের তথ্য পাওয়া গেলে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান জেলা প্রশাসক আখতারুজ্জামান।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি