বুধবার , ২৫ জানুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালের নদ-নদী, খাল-বিল, দখল-দূষণ ও উপকূলীয় দক্ষিণাঞ্চলের জলবায়ু সমস্যা নিয়ে পানি অধিকার ফোরামের এক আলোচনা সভা।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ২৫, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ

শাহাজাদা হিরা ॥

সিনিয়ার স্টাফ রির্পোটার.

বরিশালের অসংখ্য খাল বিল ও নদীতে বাধাঁ দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্থ করা হচ্ছে। কারা এবং কি উদ্যোশে এ বাধাঁর সৃষ্টি করছে তাদের খুজে বের করতে হবে। দক্ষিণাঞ্চলের জলবায়ু সমস্যা দুর করতে হলে পানি প্রবাহের বাধাঁগুলোকে তুলে ফেলতে হয়। পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে বরিশালের নদ-নদী, খাল-বিল, দখল-দূষণ ও উপকূলীয় দক্ষিণাঞ্চলের জলবায়ু সমস্যা নিয়ে পানি অধিকার ফোরামের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক উদ্যোগের প্রধান নিবার্হী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. এসএম ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো: নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার, তত্বাবধায়ক প্রকৌশলী মো: রমজান আলী, এএলআরডি’র উপ নিবার্হী পরিচালক রওশন আলী মনি, বরিশাল নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, রফিকুল ইসলাম, দিপু শামসুল ইসলামসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি