স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিলন মেলা বসে সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের। এরই মধ্যে হয়ে যায় একটি সম্প্রীতির ম্যাচ। ৪৭তম মহান স্বাধীনতা দিবসে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচে হান্নান সরকারের ঝড়ো ব্যাটিংয়ে সবুজ দলকে ৬ উইকেটে হারিয়েছে আকরাম খান-হাবিবুল বাশারদের লাল দল। ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন হান্নান সরকার।
বাংলাদেশ লাল এবং বাংলাদেশ সবুজ দল নাম নিয়ে ভাগ হয়ে মুখোমুখি হন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ লাল দলের নেতৃত্বে ছিলেন আকরাম খান এবং বাংলাদেশ সবুজ দলের অধিনায়ক ছিলেন আতহার আলি খান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ সবুজ দল। ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন রফিকুল ইসলাম খান। ১৬ বলে ২৭ রান করেন হারুনুর রশীদ। ১০ বলে ২২ রান করেন হাসানুজ্জামান। ১৬ বলে ২৭ রান করেন জাহাঙ্গীর আলম। খালেদ
মাহমুদ সুজন ৪১ রান দিয়ে নেন ৩ উইকেট। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন জাকির হাসানও। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন হান্নান সরকার। ২৪ বলে ১০ চার আর ২ ছক্কায় একাই ৬১ রান করেন তিনি। ১৩ রান করেন হাবিবুল বাশার সুমন। ২০ বলে ২১ রান করেন আকরাম খান, ২৩ বলে ৩১ রান করেন মিনহাজুল আবেদিন নান্নু। ১৮ বলে ২৩ রান করেন খালেদ মাহমুদ সুজন। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল দল।