মঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাংলাদেশ ফুটবল দলের পরীক্ষা আজ

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৭, ২০১৮ ১:২৪ পূর্বাহ্ণ

দেড় বছর ধরে ভুটানের কাছে হারের খেসারত দিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ফিফার কোন টুর্নামেন্টে খেলা খেলতে হলে মান উন্নয়ন ঘটাতে হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সরাসরি ফিফার কোন ম্যাচ না পেলেও লাওসের বিপক্ষে ফেন্ডলি ম্যাচ খেলার অনুমোদন পেয়েছে বাফুফে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দশ ধাপ এগিয়ে লাওস। বাংলাদেশের র‌্যাংকিং ১৯৭ আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি অবস্থান ১৮৩।এই ম্যাচে ভাল ফলাফল পেতে বাফুফে ব্যায়বহুল প্রস্তুতি ক্যাম্প করিয়েছে মামুনুলদের। কাতার,থাইল্যান্ডে অনুশীলন করানোর পরই বাংলাদেশ দল লাওস গেছে। আজ মঙ্গলবার লাওসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে বাংলাদেশ। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায়।উল্লেখ্য ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।আন্তর্জাতিক ফুটবলে লাওসের বিরুদ্ধে এর আগে একবার খেলেছে বাংলাদেশ। তাও ঠিক ১৫ বছর আগে। দিনটি ছিল ২০০৩ সালের ২৭ মার্চ।

হংকংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের সে ম্যাচে লাওস ২-১ গোলে জয় পেয়েছিলো।নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে লাওস প্রথমার্ধেই গোল দুটি পেয়েছিলো। ৩০ ও ৩৭ মিনিটে গোল করে এগিয়ে যায় লাওস। ইনজুরি সময়ে গোল করে বাংলাদেশের পক্ষে হারের ব্যবধান কমান আরিফুল হক ফরহাদ।দীর্ঘদিন পর খেলতে যাওয়া এ ম্যাচটির দিকে তাকিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ১৮ মাস আগে ভুটানের কাছে লজ্জার হারের পর প্রথম খেলতে নেমে লাল-সবুজ জার্সিধারীরা কি করে সেটাই এখন দেখার।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি