কড়া নিরাপত্তায় ঘিরে উত্তর কোরিয়া থেকে চীনে নিয়ে আসা হয়েছে একটি ট্রেন। আর তাতে নাকি আছেন সয়ং কিম জং উন। নিরাপত্তার বহর দেখে অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে। জাপানের সংবাদমাধ্যম এই খবর প্রকাশ্যে এনেছে।
এই প্রসঙ্গে চীনের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানান, তিনি এব্যাপারে কিছু জানেন না। এছাড়া আর কিছু জানা যায়নি। উত্তর কোরিয়ার কাছেও এরকম কোনও খবর নেই। পিয়ংইয়ং থেকে কোনও বিশেষ ব্যক্তি চীন সফরে যাচ্ছে না বলেই জানা গিয়েছে।
জাপানের টেলিভিশন নেটওয়ার্ক এনটিভি জানিয়েছে, একটি ট্রেন চীনে গিয়েছে উত্তর কোরিয়া থেকে। আর সেই ট্রেনের কড়া নিরাপত্তা দেখে অনুমান করা হচ্ছে, ওই ট্রেনে কোনও বিশেষ ব্যক্তি রয়েছে। তাই সন্দেহের তালিকায় প্রথমেই আছে কিম জং উনের নাম।
আগেই বলা হয়েছিল, কিম কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীনে কোনও বৈঠক করার কথা হয়নি। তবে চীনের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ ভালই।
বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে বেজিং পৌঁছেছে ট্রেনটি। ফ্রেন্ডশিপ ব্রিজে ছিল কড়া নিরাপত্তা। চীনা সেনা প্ল্যাটফর্মে অপেক্ষা করছে, এমন ছবিও ধরা পড়েছে।