কলামিস্টঃ আর.এম।।
আপনি হয়তো এই প্রশ্নটি শুনে চমকে উঠবেন বলবেন পাগলের মত প্রশ্ন করে ফেলেছি আমি। কিন্তু তা নয় একদমই নয় বর্তমান এই আধুনিক ডিজিটাল বাংলাদেশেই এখনও গ্রামে গ্রামে চলছে মধ্যযুগিয় কায়দায় বিচারের নামে নির্যাতন আর জবর দখল। সেটাই করছে কিছু সুবিদাবাদি নামধারী সমাজপতিরা।
পত্রিকা, টিভি মিডিয়া এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকেও প্রায়ই দেখা যায় ভিবিন্ন গ্রামে বিচার কারার নামে শিশু, নারী অথবা নিরীহ পরুষ মানুষগুলোকে স্থানীয় কিছু নামধারী সমাজপতিরা গাছের সাথে বেধেঁ কিংবা রাস্থার উপরে সবার সামনেই পেটাচ্ছে কাউকে কাউকে গ্রাম ছাড়তে বাধ্য করছে। কখন কখন শোনা যায় নির্যাতন করে টাকাও আদায় করছে এই ভন্ড সমাজপতিরা। এখন আমার প্রশ্ন হলো এত কিছু যদি এই সমাজপতিরাই করে তা হলে ডিজিটাল এই দেশে আইন আদালত আছে কাদের বিচার করার জন্য? যেখানে দেশ এগিয়ে যাবে ডিজিটাল পদ্ধতিতে, সাদারন মানুষ সেবা পাবে যে যার ঘরে বসেই সেখানে মানুষ পাচ্ছে সেবার পরিবর্তে ঘরে বসে নির্যাতন, এটা নিশ্চিত ভাবে এই আধুনিক মানের সরকারের মান মর্যাদা ক্ষুণ্ণ করছে বলে আমি মনে করি। তাই আমি আশা করি এই ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্ত নিবে।