ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রেবেসের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। হামলাকারী আরো বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার পর পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামে মার্কেটটিতে এ হামলা চালানো হয়। খবর নিউইয়র্ক টাইমসের।
স্থানীয়দের বরাত দিয়ে খবরে বলা হয়, মার্কেটের ভেতরে ঢুকেই বেশ কয়েকজনকে জিম্মি করে বন্দুকধারী। পরে মার্কেটের কসাইসহ দু’জনকে হত্যা করা হয়। হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে এবং ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।
এদিকে এ ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ বলেছেন, ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি সংকট অবসানে অভিযানের প্রস্তুতিও নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
(Visited ৭ times, ১ visits today)