বিগত ১০ বছর ধরেই চলে আসছে একই বিতর্ক- এই মুহূর্তে ফুটবল বিশ্বের সেরা পারফর্মার মেসি না রোনালদো? যদিও বিশ্ববাসী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ড্রিবলিং, পাসিং ও পায়ের জাদুতে মুগ্ধ। এদিকে, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কোন বিতর্ক-বিশ্লেষণ নিয়ে মাথা ঘামাতে রাজি নন। রোনালদো নিজেই জানিয়ে দিলেন, ‘এই মুহূর্তে আমিই বিশ্বসেরা’। রোনালদোর বিশ্বাস তার চেয়ে ভালো ফুটবলার বিশ্বে কেউ নেই। বছরের সেরা পর্তুগিজ ফুটবলারের পুরস্কার নিতে এসে একথা বলেন তিনি।
এদিন লা লিগায় জিরোনার বিপক্ষে একাই চার গোল করা সদর্পে ঘোষণা করে সি আর সেভেন বলেন, ‘আমি সব সময় বলি যে, আমিই সেরা এবং সেটা আমি মাঠে প্রমাণও করে যাচ্ছি।’
সেরার পুরস্কার হাতে নিয়ে গর্বিত ভাবে রোনালদো আরও বলেন, ‘দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সতীর্থদের সঙ্গে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে চাই। ব্যক্তিগত এবং দলগত- দুদিক দিয়েই ২০১৭ ছিল আমার এবং রিয়াল মাদ্রিদের জন্য দারুণ সফল একটা বছর। গত বছর পাঁচটা ট্রফি জিতেছে রিয়াল। আমি পঞ্চম ব্যালন ডি’অর জিতেছি। দ্বিতীয় বার ফিফার বর্ষসেরা হয়েছি। সব মিলিয়ে অসাধারণ একটা বছর।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে ছিলেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। ২০১৭ সালের সেরা পর্তুগিজ ফুটবলার বেছে নিয়েছেন ফুটবল ভক্ত, কোচ, ফুটবলাররা মিলে। একটি বিশেষ বিচারকদের দলও ছিল, যার নেতৃত্বে ছিলেন লুইস ফিগো। এই নিয়ে তৃতীয় বার তাদের দেশের সেরা ফুটবলারকে পুরস্কৃত করল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তিন বারই সেই পুরস্কার জিতেছেন রোনালদো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা বার্নার্দো সিলভা এবং স্পোর্টিং লিসবনের গোলরক্ষক রুই প্যাত্রিসিও। তারা দুজন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় সেরা হয়েছেন।