মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাইগারদের সহকারী কোচের পদত্যাগপত্র গ্রহণ

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২০, ২০১৮ ১১:৩৮ অপরাহ্ণ

জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসালের পদত্যাগ করেছেন। পরবর্তীতে পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি পারিবারিক। বিশেষ করে তার অসুস্থ পিতার কাছে থাকা প্রয়োজন আমরা সেটা বুঝতে পারছি। তাই তার পদত্যাগপত্র গ্রহণ করে নিয়েছে।’

বিসিবর ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিগত চার বছর ধরে রিচার্ড বাংলাদেশ দলের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় দলের অনেক সফলতারও অংশ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তার এইসব সহযোগিতার জন্য বোর্ড তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার শুভ কামনা করছে।’

এদিকে এক বিবৃতিতে হ্যালসাল বিসিবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চমৎকার চারটি বছর কাটানোর সুযোগ দেয়ায় আমি বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মক্ষেত্রে আমি বেশ কিছু ভালো সহকর্মী পেয়েছি, সেই সঙ্গে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করারও দারুণ সুযোগ পেয়েছি।’

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত