সৌদি আরবে আরও ৮ পেশায় নিষিদ্ধ হচ্ছেন প্রবাসী শ্রমিকরা। গতকাল সোমবার দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে দেয়া হয় এই বিবৃতি। বলা হয়, এসব পেশায় অগ্রাধিকার পাবেন সৌদি নাগরিকরা।
এর মধ্যে ছোট ট্রাক ড্রাইভার এবং উইন্স ড্রাইভার হিসেবে ১৭ এপ্রিল থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন প্রবাসীরা। এছাড়া, জীবন বীমা কোম্পানি এবং ডাক যোগাযোগ বিভাগে ১৫ জুন থেকে কাজ করতে পারবেন না বিদেশি শ্রমিকরা।
বেসরকারি গার্লস স্কুলের সব প্রবাসী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকা আগামী ২৯ আগস্ট থেকে চাকরি হারাচ্ছেন। এছাড়া, ১১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সব ধরণের শপিং মলে কাজ হারাতে যাচ্ছেন প্রবাসী শ্রমিকরা।
বিবৃতিতে বলা হয়, এসব সেক্টর এখন থেকে শতভাগ সৌদি নাগরিকের মাধ্যমে পরিচালিত হবে। এর আগে, গত জানুয়ারিতেই দেশটির ১২ পেশায় নিষিদ্ধ হন প্রবাসীরা। সৌদি আরবের অর্থনীতি পুনর্গঠনে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই নেয়া হচ্ছে এসব পদক্ষেপ।