রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
গত চার নভেম্বর পর্দা উঠছিল বিপিএল চতুর্থ আসরের|কিন্তু এখন পর্যন্ত কোন ম্যাচ মাঠে গড়ায়নি|দূর্যোগপূর্ন আবহাওয়ার করণে প্রথম ও দ্বিতীয় দিনের কোন ম্যাচ মাঠে গড়ায়নি|হঠাৎ গভনিং কাউন্সিল কমিটি সিদ্ধান্ত নেয়, এখন পর্যন্ত কোন ম্যাচ মাঠে গড়ায়নি|তাই আমরা আবার পুনরায় নতুন করে বিপিএল চতুর্থ আসর শুরু করতে চাই|সেই হিসেবে আজ আট তারিখ রোজ মঙ্গলবার আবার পর্দা উঠছে বাংলাদের জনপ্রিয় ক্রিকেট লীগ বিপিএল|
আজকের ১ম ও ২য় ম্যাচ এর সময় সূচি:
_______________________________________
০৮নভেম্বর, মঙ্গলবার
দুপুর ২:০০ টায়
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস
_______________________________________
সন্ধ্যা ৭:০০ টায়
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস
_______________________________________
(Visited ১ times, ১ visits today)