ভেঙে পড়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে ফ্লোরিডায় ফের তৈরি হয়ে গেল পথচারীদের জন্য সেই সেতু। বৃহস্পতিবার ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে পথচারীদের পারাপারের জন্য সদ্য নির্মিত সেই সেতুটি ভেঙে পড়ে। মৃত্যু হয় মোট ৬ জনের।
কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় অ্যাক্সিলারেটেড ব্রিজ কনস্ট্রাকশন বা এবিসি প্রযুক্তি ব্যবহার করে ইঞ্জিনিয়ার এবং কর্মীরা মাত্র ৬ ঘণ্টার মধ্যে পুরো ব্রিজটি নতুন করে তৈরি করে ফেলেন। এই প্রযুক্তিতে মাত্র ৪৮–৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়া অংশ সরিয়ে সময় বাঁচিয়ে যে কোনও ব্রিজের পুনর্নির্মাণ সম্ভব।
এবিসি প্রযুক্তিতে পুনর্নির্মিত এই সেতুটি ক্যাটাগরি ৫ হারিকেনের দাপট সহ্য করতে পারবে। অনেক বেশি টেঁকসই এবং নিরাপদ জিনিস দিয়ে তৈরি হয়েছে বলে জানা গেছে। যার ফলে আগের মতো দুর্ঘটনার প্রবণতা প্রায় নেই।
বিশ্বে প্রথম টাইটেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়েছে এই সেতুটি। এই রাসায়নিক পদার্থ যা সূর্যের আলোয় বাতাসের দূষিত কণা টেনে নিয়ে সেতুর সাদা রং সুরক্ষিত রাখবে।