বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। খবর বাসসের
আবদুল হামিদ এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করবেন। এরপর রাষ্ট্রপতি সমাধিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিরা তাকে অভ্যর্থনা জানাবেন বলে বিকেলে বঙ্গভবন থেকে জানানো হয়।
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিনটি দেশব্যাপী জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হবে।
(Visited ৬ times, ১ visits today)