শীতের সকালের সূর্য
মোঃ আবুল কালাম তালুকদার.
ঘরের জানালায় তোমার দেখেছি
সোনাবরন রূপাসী ঝলক।
ছুটে গিয়েছি দুরু দুরু বুকে
তোমার স্পর্শ পাবার জন্য
স্পর্শ পেয়েছি তোমার দেখে পরেনি চোখের পলক।
প্রতিদিন তোমার সাথে দেখা হতো
গড়াগড়ি, লুটোপুটি হামাগুড়ি হতো
একসাথে করেছি ব্রেকফাস্ট ।
গুড়ের পিঠা, পাটি সাপটা
পান্তা মরিচ, কলাইয়ের শাক
সাথে তারহীন ব্রডকাষ্ট।
মায়ের বকুনি আর বাবার হুংকার
কমাতে পারেনি তোমার সাথে আমার
প্রতিদিনের প্রেমের অহংকার।
তোমাতে আমাতে ছাড়াছাড়ি হলো যান্ত্রিকতা বেশ
ইট পাথরের দুনিয়াদারি শক্তিশালী বেশ।
আজও তুমি তোমার মতোই স্বর্ন কমল কেশ
জেনারেশন গ্যাপ তোমার কাছে
নাই নবীনের রেশ।
তুমি শীতের সকালে পুবাকাশের সূর্য
কাঙালের কাছে পুজনীয় তুমি
প্রেমিক মনে ঐশ্বর্য।
(Visited ৫৩৩ times, ১ visits today)