নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ার লাইন্সের কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা বেঁচে আছেন। কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের একজন মুখপাত্র তার বেঁচে থাকার কথা নিশ্চিত করেছেন বলে ঢাকা ট্রিবিউনের এক সংবাদে বলা হয়েছে।
ওই হাসাপাতালের মুখপাত্র শর্মিলা বলেন, শারমিন হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।
বিমানের ফ্লাইট তালিকায় তার নামসহ আরো ছিল পাইলট আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশীদ, ফ্লাইট এ্যাটেনডেন্ট খাজা হুসাইন মুহাম্মদ সাফে।
এদিকে শারমিনের মৃত্যুর খবর শুনে সোমবার তার দুইবছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে যায় বাসার কাজের বুয়া। এ নিয়ে উত্তরার পশ্চিম থানায় একটি জিডিও হয়। অবশ্য মঙ্গলবার মেয়েটিকে উদ্ধার করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
(Visited ৩ times, ১ visits today)