রবিবার , ১১ মার্চ ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

স্বরূপকাঠীর ছারছিনা দরবারে মুসল্লিদের ঢল !

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১১, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ

ইসলাম শান্তির ধর্ম আর এ শ্লোগানকে সামনে রেখে ছারছিনার দরবারে এবারের ফাল্গুনের মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের ঢল নেমেছে। শুক্রবার জুমার নামাজের পর থেকেই মাহফিলে মুসল্লীদের আসা শুরু হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ দরবার শরীফ খ্যাত ছারছিনা দরবার।ইসলাম চর্চার অন্যতম প্রতিষ্ঠান বৃহত্তর বরিশালের মধ্যে পিরোজপুর জেলার ছারছিনা দরবার সর্ব মহরের কাছে আর্শীবাদ।

বিগত সময়ে ছারছিনার প্রয়াত দাদা হুজুর নেছারউদ্দিনের বদৌলতে আর্শীবাদ হিসাবে স্বরূপকাঠীর মানুষের পবিত্র স্থান ছারছিনা দরবার শরীফ।বিগত সময় থেকে চলতি সময়ে বৃত্তর বরিমাল বিভাগ সহ সমগ্র বাংলাদেশ এবং বহিঃবিশে^ ছারছিনার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে সমগ্র মুসলিম বিশ^ দরবার সহ সর্ব মহলের কাছে।ইসলাম প্রচারে এ প্রতিষ্ঠানের তুলনা অন্য কারো সাথে হয়না ।মসজিদ,মাদ্রাসা,এতমিখানা নির্মান সহ ইসলাম প্রচারে প্রয়াত নেছারউদ্দিন ছিলেন এলাকার ইসলামের একজন ন্যায় পরায়ন বাহক।

আর এরি ধারাবাহিকতায় এক এক করে ইসলাম প্রচারে পার করেছেন নেছারাবাদে বছরের পর বছর ।আর এবারের মাহফিলে মুসল্লিদের অতি মাত্রয় ঢল দেখে নেছারাবাদবাসী সহ মাহফিল কমিটি উচ্ছসিত । রাজনৈতিক পেক্ষাপট থেকে শুরু করে আইন শৃঙ্খলার সুন্দর পরিবেশ বিদেশী দেশী মুসল্লিদের মন জয় করে আসছে । মাহফিলের যাবতীয় কার্যক্রমের মধ্যে কম বেশী আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন সমালোচনাকারীদের কাছে । তারপরও এবারের দরবারের মাহফিলে মুসল্লিদের ঢল সবাইকে মুগ্ধ করেছেন স্থানীয় বাসিন্দা সহ দরবার কমিটির নেতৃবৃন্দদের ।এ ব্যাপারে ছারছিনা দরবারে কমিটির প্রধান মিডিয়াকে জানান,তর্কে বা বিতর্কে নয় বরং ছারছিনার গুনে গুনান্নিত হয়ে দেশে সহ বিেিদশীদের কাছে অতি জনপ্রিয়তা পাচ্ছেন ইসরাম প্রচারে ছারছিনা দরবার শরীফ ।

এ ব্যপারে স্বরূপকাঠী পৌরসভার কাউন্সিলর মোঃ নূরুল হক জানান,ছারছিনার দরবার শরীফের সুনাম সুখ্যাতি আজ এলাকাসহ বিশ^ বাসীর কাছে সমাদৃত হচ্ছে।অবশ্য পৌর মেয়র জি এম কবীর বলেন,ছারছিনার সুনামে আমরা উপজেলাবাসী বেশ গর্বিত।অন্যদিকে সাবেক জনিপ্রিয় মেয়র ও পৌর বি এনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ফরিদ বরেন,এ দরবার শরীফ নেছারাবাবাসীর জন্য চরম গর্বের।পাশাপাশি সদর ইউনিয়নের বি এনপির সিনিয়ির সহ সভাপিত ডাঃ এন এম দেলোয়ার বলেন,দরবার নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে তবে এটা সত্য নেছারাবাদ দরবার সর্ব মহলের কাছে দারুন ভাবে সমাদৃত । প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ আসে ইসলামের সুন্দর সুন্দর বয়ান শোনার জন্য।অথচ আপনি বা আমরা ইচ্ছা করলেই এত মানুষের ঢল নামাতে পারবো না। আসলে এ দরবার প্রয়াত দাদা হুজরের অসীম রহমাতে পরিনত হয়েছে বিদায় প্রতি বছর মুসল্লিদের ঢল নামে এ দরবারে। এদিকে জেলার এন পি পির পিরোজপুর জেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানান,ছারছিনা দরবার উপজেলা সহ সমগ্র বাংলাদেশের মহা পবিত্র স্থান হিসাবে সর্ব মহরের কাছে স্বীকৃত ।আর সে বিদায় মানুষের ঢল নামে প্রতি বছর ।অবশ্য রাজনীতিমুক্ত থাকায় সর্ব মহলের কাছে ছারছিনা আজ প্রশংসিত ।

(Visited ১৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি