ইতিহাস গড়ে গতকাল শ্রীলঙ্কাকে তাদেরই মাঠে হারিয়ে টাইগাররা। লঙ্কান গ্যালারি স্তব্ধ করে দেওয়া সেই জয়ের নায়ক মুশফিকুর রহিম। আর তাইতো জয়সূচক রানটি নিয়েই নাগিন ড্যান্সে মেতে উঠেন হার না মানা এই মিস্টার ডিপেন্ডেবল। এই জয়ের ফলে নিদাহাস ট্রফি জমে উঠেছে। একই সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিয়ে মেতে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষের মনে এখনও ভাসছে জয়ের পর মুশফিকের সেই নাগিন ড্যান্স।
যদিও ক্রিকেট মাঠে এই ড্যান্স নতুন কিছু নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) বাংলাদেশি স্পিনার নাজমুল ইসলাম অপুকে উইকেট নেওয়ার পর এমন ড্যান্স নিয়মিত দিতে দেখা গেছে। তবে শুধু অপু নন, শ্রীলঙ্কার অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা এই ড্যান্স দিয়েছেন। কিছুদিন বাংলাদেশে এসে টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন উল্লাস করেন তিনি।
আর রুপালি পর্দার কথা তো সবারই জানা। নাগ-নাগিনীর সিনেমা এমন দৃশ্য ছাড়া তো হয় না। এই দৃশ্যে অভিনয় করেছেন সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রদেবীও। তার ছবিটি মুশফিকের সঙ্গে ফের ভাইরাল হয়ে পড়েছে।