মিয়ানমার নেত্রী অং সান সু চিকে দেওয়া তাদের মর্যাদাপূর্ণ মানবাধিকার পদক প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়াম। মিয়ানমারে জাতিগত রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে তেমন কোনো ভূমিকা না নেওয়ায় বুধবার তার কাছ থেকে এ পদক প্রত্যাহারের কথা জানায় দি ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। খবর নিউইয়র্ক টাইমস।মিয়ানমারে সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের কারণে ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পান অং সান সু চি। হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম বার্মার জনগণের স্বাধীনতা ও মর্যাদার জন্য সু চির সাহসী নেতৃত্ব ও ব্যক্তিগত ব্যাপক স্বার্থ ত্যাগের জন্য তাকে ছয় বছর আগে এলি উইজেল অ্যাওয়ার্ড প্রদান করে।
কিন্তু এখন মিউজিয়ামটি বলছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর গণহত্যা চালানোর যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সু চির নিষ্ক্রিয়তার কারণে তার কাছ এ পদক প্রত্যাহার করা হচ্ছে।সু চিকে লেখা এক চিঠিতে মিউজিয়ামটি আরও বলছে, সামরিক বাহিনী ২০১৬ ও ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করলে আমরা আশা করেছিলাম, আপনি তাদের এ বর্বরোচিত হামলা বন্ধে পদক্ষেপ এবং এর নিন্দা জানাবেন।কিন্তু দেখা গেল, এর পরিবর্তে সু চির দল ন্যাশনাল লিগ ডেমোক্রেসি জাতিসংঘ তদন্ত দলকেও সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি দলটি গণহত্যা ও প্রতিবেশী বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশ নিয়ে রিপোর্ট করতে সাংবাদিকদের বাধা দিয়েছে।