স্বাস্থ্য মন্ত্রনালয় বেসরকারি চার মেডিকেল কলেজের ভর্তি বন্ধ করে দিয়েছে|এগুলো হলো: আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ,রংপুর নর্দান মেডিকেল কলেজ,আশিয়ান মেডিকেল কলেজ ও গাজীপুর সিটি মেডিকেল কলেজ|আজ শোমবার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রনালয়|বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা সহ বিভিন্ন শর্ত পূরন করতে না পারায় এ সিধান্ত নেন মন্ত্রনালয়|তাই কতৃপক্ষ চার মেডিকেল কলেজে ভর্তি না করানোর সিদ্ধান্ত নেন|উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রি মোহামদ নাসিম|
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রি জাহিদ মালেক,স্বাস্থ্য সচিব মো.সিরাজুল ইসলাম,মহাপরিচালক আবুল কালাম আজাদ,বিএম মহাসচিব ইকবাল আর্সলান ছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন|
(Visited ১ times, ১ visits today)