পিতা একেএম হাসমত আলীর কবরেই চির নিন্দ্রায় শায়িত হলেন বরিশালের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী প্রকৌশলী শহীদুল আলম শহীদ। বাদ জুমা নগরীর জিলা স্কুল মাঠ ও বাদ আছর দক্ষিণ আলেকান্দা জামে মসজিদে পৃথক জানাযা নামাজ এবং রাষ্ট্রিয় মর্যাদা ও সবস্থরের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যায় নগরীর আঞ্জুমান-ই হেমায়েত উদ্দিন মুসলিম গোরস্থানে এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। পৃথক জানাযা নামাজে মুসলি¬দের ঢল নেমেছিলো। তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় প্রকৌশলী শহীদুল আলম শহীদ শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্ন…রাজিউন)।
তিনি হৃদরোগ ও কিডনী জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক কন্যা, জামাতা, স্ত্রী, মা, দুই ভাই, চার বোন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার এ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নগরীর দক্ষিণ আলেকান্দাসহ গোটা বরিশালে। কান্নায় ভেঙ্গে পরেছেন তার পরিবারসহ পাড়া-প্রতিবেশী এবং বন্ধুরা। বিশেষ করে দুপুর ১ টার দিকে রাজধানী থেকে তার মরদেহ বরিশালে পৌছালে কান্নায় ভারী হয়ে উছে দক্ষিণ আলেকান্দা কাজী পাড়াস্থ তার জাহান ম্যানশনের আশপাশের আকাশ-বাতাশ। মৃত্যু সংবাদ শুনে সকাল থেকেই তার বাড়ীর চারপাশে ভির জমায় বরিশাল নগরীর সবস্থরের মানুষ। সকাল থেকেই লাশের অপেক্ষায় মাওয়া থেকে শুরু করে গড়িয়ার পাড় ও কাজীপাড়া এলাকায় অপেক্ষা করেন তার পরিবারের স্বজনসহ বন্ধু ও অপনজনরা।
এদিকে তার মৃত্যুর সংবাদ শুনে গভীর রাতে মাওয়া ঘাটে ছুটে যান প্রকৌশলী শহীদুল আলম শহীদ’র ঘনিষ্টজন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বেলা ১২ টায় সেখান থেকে তারা লাশ গ্রহন করে বরিশালে নিয়ে আসেন। এরপর এখানে তার লাশের গোশল সম্পন্ন করে জিলা স্কুল মাঠে জানাযার জন্য তার লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ২ টায় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন বরিশালের সর্বস্থরের বিশিষ্টজন মুসলি¬রা। জানাযা নামাজ শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোটেক তালুকদার মোঃ ইউনুস, বরিশাল ক্লাব লিমিটেড’র সভাপতি কাজী মফিজুল ইসলামসহ পরিচালকবৃন্দ, মহানগর আ.লীগের সম্পাদক এ্যাড একেএম জাহাঙ্গির, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষে সংসদ সদস্য বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ’র পক্ষে তার ব্যক্তিগত সহকারী মীর আদনান হোসেন অভি, রাহাত আনোয়ার হাসপাতালে চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেন, পরিচালক এ্যাডভোকেট লস্কর নূরুল হক, মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসীম উদ্দিন, ফ্রেন্ডস সোসাইটি’র পক্ষে সাবেক কমিশনার বজলুল রশীদ ও কাজী মিরাজ মাহমুদ ও বরিশালস্থ মেহেন্দিগঞ্জবাসী। এরপর মরহুমকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। পরে বাদ আছর নগরীর আলেকান্দা জামে মসজিদে ২য় জানযা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় মুসলি¬রা অংশ নেন।
উলে¬খ্য প্রকৌশলী শহীদুল আলম শহীদ গত ৩ মার্চ রাতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে রাহাত আনোয়ার হাসপাতালে নিয়ে আসা হয় ৪ মার্চ সকালে। ওই দিন রাতেই লঞ্চযোগে তিনি ঢাকায় পৌছে ইউনাইটেট হাসপাতালে ভর্তি হন।
১৯৫৫ সালের ২৭ মে প্রকৌশলী শহীদুল আলম শহীদ মেহেন্দিগঞ্জের ভাষানচরস্থ বিদ্যানন্দনপুরে একেএম হাসমত আলী ও জাহান আরা বেগম’র সংসারে জন্মগ্রহন করেন। তিনি ভাইদের মধ্যে বড় ছিলেন। কিশোর বয়সেই ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শহীদুল আলম শহীদ। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭২ সালে তিনি বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক অতিবাহিত করেন। এরপর বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটে ইঞ্জিনিয়ারিং লেখা পড়া সম্পন্ন করেন। তবে তিনি সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন নি। মেধা আর বিচক্ষণতায় খুব অল্প সময়ের মধ্যে বরিশাল নগরীতে ব্যাপক পরিচিতি লাভ করে। সাবেক সফল মেয়র ও সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরন’র ঘনিষ্ঠজন বা বন্ধু ছিলেন প্রকৌশলী শহীদুল আলম শহীদ। একই সাথে তার ব্যবসায়ীক পার্টনারও ছিলেন তিনি। শিক্ষানুরাগী প্রকৌশলী শহীদুল আলম শহীদ ২০০৯ সালের ২৫ অক্টোবর থেকে আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত এ কমিটির মেয়াদ ছিলো। দীর্ঘ সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করে তিনি ওই বিদ্যালয়টির আমুল পরিবর্তন ঘটিয়েছেন। আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশৃাপাশি তিনি ছিলেন মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দনপুর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
এছাড়া একাধিক মসজিদ মাদ্রাসা উন্নয়নে ছিলো তার অংশ গ্রহন। এর পাশাপাশি সমাজসেবা মূলককাজে তার অংশ গ্রহন ছিলো অতুলনিয়। প্রকৌশলী শহীদুল আলম শহীদ সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যান সমিতি, বরিশাল ডায়াবেটিস সমিতি, আঞ্জুমান-ই হেমায়েত উদ্দিন’র সদস্য ছিলেন। দীর্ঘদিন অবৈতনিক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে বরিশাল ক্লাব লিমিটেড’র। ব্যবসায়ী হিসেব বরিশালের সাউথ এ্যাপোলো ডায়াগনস্টিক (প্রাঃ) লিমিটেড’র বিভিন্ন সময় পরিচালক (প্রশাসন) ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ব্যবসায়ী ভাবে অংশদারদের মন জয় করতে সক্ষম হন প্রকৌশলী শহীদুল আলম শহীদ। উলে¬খ্য গত বছরের ১৫ ডিসেম্বর তার একমাত্র কন্যা এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী সারিকা আনান সিতল এর সাথে নগরীর সিএ্যান্ডবি রোড নিবাহী ইদ্রিস আলী খানের ছেলে ডাঃ নাইমুল ইসলাম লিমন এর পুলিশ লাইনস জামে মসজিদে শুভ পরিনয় অনুষ্ঠিত হয়। এছাড়া তার একমাত্র পূত্র দুরন্ত ঢাকার নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত।