২০০৭ সালের চট্টগ্রাম টেস্টে শচীন টেন্ডুলকার শতরান করেছিলেন। আর এই শতরানের সুবাদের টেস্ট ও একদিনের ম্যাচে মিলিয়ে শচীনের মোট শতরানের সংখ্যা ১০০। কিন্তু উইজডেন ক্রিকেটারস অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে (২০১৮) বলা হয়েছে, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শচীনের ১০১ রানের ইনিংসে দু’টি লেগবাই ভুল করে তাঁর ব্যক্তিগত রান হিসেবে ধরা হয়েছিল। অথচ সেই রান দু’টি যোগ হবে দলের মোট রানের সঙ্গে। সেই টেস্টে সৌরভ গাঙ্গুলিও শতরান করেছিলেন। আর সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, রাহুল দ্রাবিড়।
বাংলাদেশে সেবার দু’টি টেস্ট খেলেছিল। চট্টগ্রামেরটি ছিল সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টে আম্পায়ার ছিলেন ড্যারেল হার্পার ও বিলি রেমন্ড ডকট্রোভ। তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফিারি ছিলেন যথাক্রমে নাদির শাহ্ ও রোশন মহানামা। উইজডেন ক্রিকেটারস অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ এটিকে সুস্বাদু পরিহাস বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, উন্নত প্রযুক্তির পরিণাম এমন কিছু হয় যা আমরা চাই না। লরেন্স বুথ লিখেছেন, শচীন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থেকে দেখা গেছে, ২০০৭ সালের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দু’টি লেগবাইকে ভুল করে শচীনের রান হিসেবে দেয়া হয়েছিল। সেই টেস্টে শচীনের ১০১ রান দাঁড়াচ্ছে ৯৯। উইজডেনের এই খবর জানাজানি হওয়ার পর প্রবল আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, উইজডেন কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই বিষয়টি নিয়ে অবহিত নয়। তবে তারা খোঁজখবর শুরু করেছেন। বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সি কে খান্না জানিয়েছেন, গোটা বিষয়টি অনুসন্ধান করার আগে কোনো মন্তব্য করবেন না।