চোটের রেশ যে এতটা দীর্ঘ হবে, সাকিব নিজেও কি কল্পনা করতে পেরেছিলেন কখনো। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে পাওয়া চোটের কারণে এবার নিদাহাস ট্রফি থেকেও ছিটকে পড়লেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নিদাহাস ট্রফিতে সাকিবের দলে না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
এর আগে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব আল হাসান। আশা ছিলো নিদাহাস ট্রাফিতে স্বরূপে ফিরবেন, কিন্তু সেটি আর হলো কোথায়?গত সপ্তাহে থাইল্যান্ডে চিকিৎসকদের সঙ্গে দেখা করার পরই শোনা যাচ্ছিল নিদাহাস ট্রফিতেও হয়তো সাকিবকে পাওয়া যাবে না। অবশেষে সেটিই সত্য হলো। সাকিব নেই এ সিরিজেও।দলের অধিনায়কই শুধু নন, দলের সবচেয়ে বড় ভরসা তিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাকিবের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।