ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে খেলছে সাকিব-মাহমুদউল্লাহ। সিপিএলের নিলামে সাকিবকে কিনছে বার্বাডোজ ট্রাইডেন্টস। আর মাহমুদউল্লাহকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
লন্ডনে গতকাল বৃহস্পতিবার সিপিএলের ষষ্ঠ আসরের নিলামে বাংলাদেশের এ দুই জনকে কিনেছে দল দুটি। সিপিএলের নিলামে সাকিবকে এক লাখ ৩০ হাজার ডলারে এবং মাহমুদউল্লাহ ৭০ হাজার ডলারে কেনা হয়েছেু।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২০১৩ সালে অভিষেক মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সে সময় ভালো খেলার সুবাদে আবার তাকে দলে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
সিপিএলের গত মৌসুমে জ্যামাইকা তালাওয়াসে সাকিবের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সিপিএলে সেটাই ছিল মাহমুদউল্লাহর প্রথম মৌসুম। এবার নিলামেই আলাদা দলে স্থান পেয়েছেন তিনি।
ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলে ১৮টি করে মোট ১০৮ জন ক্রিকেটার খেলবেন সিপিএলে। এর মধ্যে গত মৌসুমের রয়েছে ৬১ ক্রিকেটার এবং নতুন নাম যোগ হয়েছে ৪৭টি। এবার নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন মোট ছয় ক্রিকেটার। চলতি বছরের আট আগস্ট থেকে শুরু হবে সিপিএল আসর।