ক্রিকেটীয় উত্থানের সাথে বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে, ততই দেখা যাচ্ছে খেলোয়াড়দের আচরণ ও শৃঙ্খলাজনিত সমস্যা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে অগোছালো জীবনযাপনের দৃষ্টান্ত অবাক করেছে সবাইকে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, শৃঙ্খলা ছাড়া বড় মানুষ এবং বড় ক্রিকেটার হওয়া সম্ভব নয়। সম্প্রতি দৈনিক মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
তরুণ ক্রিকেটারদের প্রতি উপদেশ রেখে মাশরাফি বলেন, ‘ছোট বেলা থেকে আমরা সবাই শুনে আসছি, খেলোয়াড়দের জীবনে অনেক ডিসিপ্লিন থাকতে হয়।’
মাশরাফি বলেন, ‘আমি মনে করি শুধু খেলোয়াড়দের জীবনেই নয়, প্রতিটি ক্ষেত্রে মানুষকে ডিসিপ্লিন না হলে চলে না।’
সাম্প্রতিক সময়ে সাব্বির রহমান সহ আরও কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম জড়িয়েছেন বিতর্কে। তাদের প্রতি ইঙ্গিত করে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। আমি মনে করি, আমার নিজের থেকে শুরু করে সবারই শৃঙ্খলা থাকা উচিত। তাহলে বড় মানুষ ও বড় ক্রিকেটার হওয়া সম্ভব।’
এদিকে আসন্ন নিদাহাস ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে, যে ফরম্যাটে এখনও নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। তবে এ নিয়ে দুশ্চিন্তা করছেন না মাশরাফি। বরং প্রতিপক্ষ নিয়ে না ভাবার পরামর্শ দেশসেরা পেসারের, ‘যেহেতু খেলাটা টি-টোয়েন্টি তাই আমি বলবো প্রতিপক্ষ নিয়ে চিন্তা করে লাভ নেই। আর আমিও বড় কিছু আশা করছি না। কারণ আমি আশা করলে ওদের উপর একটা চাপ পড়বে।’
চাপ নিয়ে খেললে ভালো করার সম্ভাবনা কমে যায়। আর তাই চাপ ছাড়া দল মাঠে নামবে- এই প্রত্যাশা তার, ‘আমি চাই না ওরা কোনো কিছু ভেবে চাপ নিয়ে মাঠে নামুক। আমি টিভিতে খেলা দেখবো, আশা করি ওরা ভালো করবে। দলের প্রতি আমার শুভ কামনা।’