জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই শ্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা এবং মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষার জন্য তথ্য অভিযান শুরুর বিষয়ে বরিশালে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসন, বিভাগীয় তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই জেলা প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমিরুল আজম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষন চক্রবর্তী, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইসমাইল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রুনা লায়লা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক খলিলুর রহমান প্রমূখ। প্রেস ব্রিফিং এ মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
এসময় তারা মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে জানানো ও দেশ থেকে মাদক নির্মূলের জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।