যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হলেই তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ‘কাবুল প্রসেস কনফারেন্স’-তিনি এসব কথা বলেন। তালেবানকে মূল ধারায় ফিরে আসার আহবান জানিয়ে আশরাফ ঘানি বলেন, শান্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । তালেবানকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আফগান সরকার। ঘানি আরও বলেন, শুধু রাজনৈতিক দল হিসেবে নয় তালেবানকে মূল¯্রােতে ফেরাতে নানাভাবে সাহায্য করছে আফগান সরকার। ইতোমধ্যে, বেশ কিছু তালেবান বন্দীকে মুক্তিও দেওয়া হয়েছে।তাছাড়া কিছু তালেবান নেতার ওপর থেকে নজরবন্দি তুলে নেওয়া হয়েছে।
(Visited ৭ times, ১ visits today)