বয়স ধরে রাখতে মরিয়া ছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। বলিউডের চিরসবুজ নায়িকার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। প্রথমে ‘হৃদরোগে মারা গেছে’ এমনটা দাবি করা হলেও ময়নাতদন্তে দেখা গেছে পানিতে ডুবে দম বন্ধ হয়ে মারা গেছেন তিনি। এ নিয়ে তার স্বামী বনি কাপুরকে জিজ্ঞাসাবাদও করেছে দুবাই পুলিশ।
ঠোঁটে সার্জারির পর
অনেকে ‘সার্জারি আসক্তি’কেই শ্রীদেবীর কারণ হিসেবে উল্লেখ করেছেন। বয়স ৫৪ হলেও তাকে তরুণীই মনে হতো। তিনি জীবিত অবস্থাতেই ‘একাধিকবার প্লাস্টিক সার্জারি’ করেছেন এমন অভিযোগও উঠেছিল। কিন্তু শ্রীদেবী এসব ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন।
সপরিবারে
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ৫৪ বছরের জীবনে মোট ২৯ বার সার্জারি করেছেন শ্রীদেবী। সর্বশেষ ঠোঁট মোটা করার জন্য সার্জারি করেন তিনি। শুধু শ্রীদেবীই নন, তার মেয়েরাও ‘সুন্দরী’ হওয়ার জন্য সার্জারি করেছেন বলেও খবর বেরিয়েছে।