দেশের ৩৯ তম চলচ্চিত্র সংসদ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অনুমোদন দিল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। গত ২৪ শে ফ্রেব্রুয়ারী ফেডারেশন তাদের বার্ষিক সাধারণ সভায় রেজওয়ান ইসলাম প্লাবন কে সভাপতি ও শফিকুর রহমান মুন্সি কে সাধারণ সম্পাদক করে ১০(দশ) সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়। পরে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বাংলাদেশ বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন সহ অন্যান্য পুরোধা ব্যক্তিত্বরা কমিটির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। উক্ত সাধারণ সভায় দেশের অন্যান্য ৩৮টি চলচ্চিত্র সংসদের সর্বসম্মতিক্রমে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বরিশাল বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটিজকে এই স্বীকৃতি দেয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ সভাপতি আফছানা শাহনাজ অন্তি, নাহিদ হাসান, রুমান গাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক সানজানা উর্মি, জাওয়াদুর রহমান সৃজন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম এবং অর্থ সম্পাদক সিফাতই তানজিলা।