মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের ছোট্ট ছেলে রিয়ান বয়স প্রায় ১০ বছর। এখন তার সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার কথা কিন্তু সে এখন মরন ব্যাধি ব্লাড ক্যান্সার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই করছে।
ডাক্তারদের ভাষ্য মতে তাকে বাচাতে ৫ লক্ষ টাকার প্রয়োজন।
মির্জাগঞ্জ সহ সারা বাংলাদেশের বিত্তবানদের সামান্য সাহায্য সহযোগীতা আমাদের রিয়ানকে নতুন জীবন দান করে আবার ও মির্জাগঞ্জের বুকে ফিরাতে পারে।
রোগীর নাম: মো:রিয়ান হাওলাদার
পিতা: মো: নেছার হাওলাদার
গ্রাম: পশ্চিম সুবিদখালী
বাড়ী: হাওলাদার বাড়ী(বড়বাড়ী)
রোগীর বর্তমান অবস্থান:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল।
ব্লক:ডি
কেবিন নং:৩০৭
যোগাযোগে:
মো:রাজু হাওলাদার। (মোবা:০১৭৯৮৪০৭২৭৬)
চাচাত ভাই
তানভীর আহম্মেদ খান। (মোবা:০১৯১০২৬০৩৩৩)
(Visited ৮ times, ১ visits today)