ব্যস্ততার মাঝে সামান্য সময় মিললে সেটুকুই পরিবারের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বসন্তের পড়ন্ত বিকেলে শুক্রবারও তেমনই এক দৃশ্যের দেখা মেলে গণভবনে—গাছপালায় ঘেরা, ঘাস আচ্ছাদিত সবুজ লনে। একেবারে নির্ভার শেখ হাসিনা নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মাতোয়ারা। তারাও নানি-দাদিকে কাছে পেয়ে খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীও পরম যত্নে নাতনির চুলে বেণীও বেঁধে দিলেন।
বিকেলে গণভবনে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কাটানোর সেই মুহূর্তগুলোর ছবি তুলেছে ফোকাস বাংলা।
নাতি-নাতনির সঙ্গে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।
(Visited ১১ times, ১ visits today)