বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৩৯১ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১০:২৭ অপরাহ্ণ

সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ৩৯১ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার রাতে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এবার উপসচিব পদে ২৪তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হয়েছে। এর আগে বাদপড়া ব্যাচের কর্মকর্তারাও এই পদে পদোন্নতি পেয়েছেন।

নিয়ম অনুযায়ী প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ কর্মকর্তাকে উপসচিব করা হয়। অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা এ পদে পদোন্নতি পান।

এর আগে গত ডিসেম্বরে যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টিও তখন আলোচনায় আসে। তবে নানা কারণে এ পদে পদোন্নতি দিতে দেরি হয়ে যায়।

রেওয়াজ অনুযায়ী যেসব কর্মকর্তা উপসচিব হলেন,তাঁদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এরপর তাঁদের বিভিন্ন জায়গায় পদায়ন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সূত্র জানায়,নতুন উপসচিব হওয়া বেশির ভাগ কর্মকর্তাকেই এখন যে জায়গায়,সেখানেই রাখা হবে।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি