রিপোর্ট – নুরে আলামিন বাপ্পী
১৭৭ রানের বড় ব্যাবধানে হেরে গেল অস্ট্রেলিয়া।।প্রোটিয়ারা ১ম ইনিংসে ২৪২ রান তুলতেই অল আউট হয়ে যায়।।বিপরিতে আস্ট্রেলিয়া করে ২৪৪ রান।।যদিও তাদের শুরুটা ছিল দারুন।।কিন্তু ওয়ার্রনার ৯৭ করে আউট হলে আর কেউ দাড়াতে পারেনি।।শেষের মাত্র ৮৬ রান তুলতে তারা ১০ উইকেট হারায়।।২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে দক্ষিন আফ্রিকা।।ডুমিনির ১৪১ রানে ভর করে ৫৪০ রান করে ডিক্লিয়ার করে তারা।।এই ৫৪০ রান করতে তারা উইকেট হারায় ৮ টি।।অস্ট্রেলিয়ার টার্গেট দাড়ায় ৫৪৯ রান।।এর জবাবে তারা ৩৬১ রান করতে সক্ষম হয়।।সর্বোচ্চ ৯৭ রান আসে উসমান খাজার ব্যাট থেকে।।নেভিল করেন ৬০ রান।।আর ৯২ রান দিয়ে ৫ উইকেট নেন রাবাদা।।তবে এই ম্যাচের সব থেকে আলচিত বিষয় ওয়ার্নারের রান আউট।।তাকে আউট করেন বাভুমা।।উরন্ত অবস্থায় তিনি বলটি ধরে ঐ অবস্থায় থ্রো করেন।।অনেকের মতেই এটি বিশ্বের সেরা ফিল্ডিং।।