বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের বাসিন্দাদের চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া সহ কলোনী করার দাবীতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পলাশপুর গুচ্ছগ্রামবাশী। এলাকাবাশীর পক্ষে এসময় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আলম বিশ্বাষ ও মাওলানা ফিরোজ আহমেদ প্রমুখ। তারা এসময় বলেন পলাশপুর গুচ্ছগ্রামের বাসন্দারা নগরীর বাসিন্দা হয়ে গত ৩৫ বছর যাবত তাদের জমির চিরস্থায়ী বন্দোবস্থ সরকারের পক্ষ দেয়া হয়নি। পলাশপুরবাশী তাদের এলাকাকে একটি কলোনি হিসাবে গড়ে তোলার জন্য সরকারের কাছে দাবী জানান।
(Visited ১৩ times, ১ visits today)