পোষা টিয়া হারিয়ে গেছে। আদর করে টিয়া পাখিটিকে ডাকতেন টিটু নামে। তাই দুঃখে অনেকটা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। এমনকি গত প্রায় তিনমাস ধরে শহরের কোন অলিগলিও খোঁজা বাদ রাখেননি। তারপরেও খুজে পাচ্ছেনা তার প্রিয় টিটুকে (টিয়া পাখি)। বলছি নগরীর গোঁড়াচাদ দাস রোডের বাসিন্দা এক মায়ের কথা। তার বাসায় দীর্ঘ নয় বছর ধরে পালন করে আসছিলেন এই টিয়া পাখিটিকে (টিটু)। তাছাড়া ধীরে ধীরে টিয়াটি তার পরিবারের সদস্যই হয়ে উঠেছিল।
পাখি হিসেবে নয় পরিবারের সন্তান হিসেবে এই অনেকটি বছর পালন করে এসেছেন তিনি। প্রতিদিন সকালে টিয়ার ডাকে ঘুম ভাঙত তার পরিবারের সদস্যদের। কথা বলতে পারা টিয়াটি তাকে মা মা বলে ডাকত। জানাগেছে টিয়া পাখিটি এতটাই পোষ মেনে গিয়েছিল যে তাকে খাঁচায় আটকে রাখতে হতনা। প্রায় তিন মাস ধরে এই টিয়া হারিয়ে যাওয়ায় আক্ষেপে ঘুম নেই তার। এমনকি প্রিয় পোষ্যকে ফিরিয়ে দিল ২ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।
গত ২২ নভেম্বর গোঁড়াচাদ দাসের বাসার চার তলা থেকে নিচে পড়ে যায় টিয়া পাখিটি। পরে নিচে এসে পাখিটি আর খুজে পাওয়া যায়নি। তারপরে কিছুতেই মন মানছে এই মায়ের। প্রায় তিনমাস ধরে তিনি নগরীর প্রতিটি অলিগলি খুজেছেন। এমনকি টিটুর (টিয়া পাখি) নাম ধরে ডেকেছেন। তিনি মনে করছেন কেউ হয়তোবা টিয়া পাখিটি পেয়ে খুবই কম দামে কারো কাছে বিক্রি করে দিয়েছেন বা আটকে রেখেছেন। তাই তিনি আজো খুজে বেড়াচ্ছেন তার প্রিয় টিটুকে। তাই কোন সহৃদয়বান ব্যাক্তি এই টিয়া পাখিটির সন্ধান দিতে পারেন তাহলে নগরীর সদর রোডস্থ জেমি কর্নারে (এ্যাপোলো ডায়াগনস্টিকের বিপরীতে) এবং এই নম্বরে ০১৭১২-৮৮৮৯৫০ যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।