তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আরাফাত সানির এক বান্ধবী তার বিরুদ্ধে এ মামলাটি করেছেন। এতে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে।
আরাফাত সানির মায়ের দাবি তার ছেলেকে ফাঁসানো হচ্ছে।
(Visited ৩ times, ১ visits today)