রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:৫৪ অপরাহ্ণ

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৭০ জন। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কন্দুগা শহরের একটি মাছের বাজারে এই হামলা চালানো হয়। হামলার জন্য স্থানীয়রা জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দুষছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, চলতি সপ্তাহে নাইজেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে বোকো হারামের কয়েকশ’ সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়।

এর কয়েকদিনের মধ্যেই তাশান কিফি বাজারে এই হামলা চালানো হলো। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে। দুই হামলাকারী বাজারের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটায়। এর চার মিনিট পর তৃতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। নিরাপত্তাকর্মী বাবাকুরা কোলো ও মুসা আরি বলেন, হামলাকারী সবাই পুরুষ ছিল। হামলায় ১৯ জন নিহত হয়েছে। এতে আরো ৭০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বেসামরিক নাগরিক। আর আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। মুসা আরি বলেন, বোকো হারামই এই হামলা চালিয়েছে। এতে কোনো সন্দেহ নেই। এর আগেও তারা বিভিন্ন সময়ে কন্দুগায় হামলা করেছে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ার প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। আর বাস্তুচ্যুত হয়েছে ২৬ লাখেরও বেশি মানুষ।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি