ইনজুরির কারণে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। দুইটি সিরিজই হেরে গেছে বাংলাদেশ। আজ ছিল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে ৭৫ রানে হেরেছে বাংলাদেশ। এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্মরণ করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম এই রান তাড়া করে আমরা জিততে পারব। এজন্য আমাদের ভালো শুরু দরকার ছিল। কিন্তু আমরা একের পর এক উইকেট হারিয়েছি। আমরা কোনও মোমেন্টাম পায়নি। ভালো বল করতে পারিনি। উইকেট ব্যাট করার জন্য দারুণ ছিল। যখন শিশির পড়া শুরু করেছে তারপরও উইকেট ভালো ছিল। স্পিনারদের জন্য উইকেটে খুব বেশি কিছু ছিল না। আমরা যদি তাদের ১৮০ রানের মধ্যে বেঁধে ফেলতে পারতাম তাহলে হয়তো জিততে পারতাম।’
তিনি আরও বলেন, ‘নিদাহাস ট্রফির আগে আমাদের সকলকে এক সঙ্গে বসতে হবে। আমরা কীভাবে ১৮০ প্লাস স্কোর তাড়া করে জিততে পারব সে উপায় বের করতে হবে। বোলাররা কীভাবে আরও ভালো করতে পারে সে বিষয়টি নিয়েও ভাবতে হবে। সার্বিকভাবে কোথায় কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করতে হবে। সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমরা ব্যাটিং ও বোলিংয়ে তাকে মিস করেছি। শ্রীলঙ্কা দল দল যেভাবে খেলেছে এজন্য তাদের বিশেষ ধন্যবাদ।’
রবিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।