শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচের দল নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। কোনো পরিবর্তন আনা হয়নি একাদশে। ইনজুরির কারণে দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। অধিনায়ক থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদই।
আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু ও মোহাম্মদ মিঠুন।
(Visited ১৭ times, ১ visits today)