ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসে। এবারের আসরে খেলছেন বাংলাদেশের দুই তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব। দুই কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে তারা। এর আগে সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। আর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। দুই কোটি ২০ লাখ রুপিতে সহজে তাকে দলে নিয়েছে মুম্বাই। এর আগের দুই আসরে হায়দরাবাদের হয়ে খেলেছেন এই কাটার মাস্টার।
ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে এবারের আসরের সূচি। উদ্বোধনী ম্যাচে খেলবে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স, প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এক নজরে দেখে নিন সাকিব ও মোস্তাফিজের খেলা কবে এবং কখন-
তারিখ———————–সময়—————–দল
৭ এপ্রিল——————–৮টা ৩০———-মুম্বাই বনাম চেন্নাই
৯ এপ্রিল——————–৮টা ৩০———হায়দরাবাদ বনাম রাজস্থান
১২ এপ্রিল——————-৮টা ৩০———হায়দরাবাদ বনাম মুম্বাই
১৪ এপ্রিল——————৪টা ৩০———-মুম্বাই বনাম দিল্লি
১৪ এপ্রিল——————৮টা ৩০———-কলকাতা বনাম হায়দরাবাদ
১৭ এপ্রিল——————৮টা ৩০———মুম্বাই বনাম বেঙ্গালুরু
১৯ এপ্রিল——————৮টা ৩০———পাঞ্জাব বনাম হায়দরাবাদ
২২ এপ্রিল——————৪টা————–হায়দরাবাদ বনাম চেন্নাই
২২ এপ্রিল——————৮টা ৩০———রাজস্থান বনাম মুম্বাই
২৪ এপ্রিল——————৮টা ৩০———-মুম্বাই বনাম হায়দরাবাদ
২৬ এপ্রিল——————৮টা ৩০———–হায়দরাবাদ বনাম পাঞ্জাব
২৮ এপ্রিল——————৮টা ৩০———-চেন্নাই বনাম মুম্বাই
২৯ এপ্রিল——————৪টা ৩০———–রাজস্থান বনাম হায়দরাবাদ
১ মে————————৮টা ৩০———–বেঙ্গালুরু বনাম মুম্বাই
৪ মে————————৮টা ৩০———–পাঞ্জাব বনাম মুম্বাই
৫ মে————————৮টা ৩০————হায়দরাবাদ বনাম দিল্লি
৬ মে————————৪টা ৩————মুম্বাই বনাম কলকাতা
৭ মে————————৮টা ৩০———–হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু
৯ মে————————৮টা ৩০———–কলকাতা বনাম মুম্বাই
১০ মে———————-৮টা ৩০————দিল্লি বনাম হায়দরাবাদ
১৩ মে———————-৪টা ৩০————চেন্নাই বনাম হায়দরাবাদ
১৩ মে———————–৮টা ৩০———–মুম্বাই বনাম রাজস্থান
১৬ মে———————–৮টা ৩০————মুম্বাই বনাম পাঞ্জাব
১৭ মে———————–৮টা ৩০———–বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ
১৯ মে————————৮টা ৩০———–হায়দরাবাদ বনাম কলকাতা
২০ মে————————৪টা ৩০———–দিল্লি বনাম মুম্বাই
মোস্তাফিজের সতীর্থ সুপারস্টাররা
আইপিএলে অভিষেকেই বাজিমাত করেছিলেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে বার দুর্দান্ত খেলেছিলেন তিনি। প্রথমবারের মতো দলের শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অন্যতম। গত বছরও এই দলের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। তবে ইনজুরিতে থেকে সেরে উঠে খেলতে যাওয়ায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। মাত্র একটি ম্যাচ খেলেছেন। তবে এবার নতুন দল ফেয়েছেন তিনি। তাকে নিতে মরিয়া ছিল মুম্বাই ইন্ডিয়ান্স দুই কোটি ২০ লাখে এই কাটার মাস্টারকে দলে নিয়েছে তারা।
নতুন দলে মোস্তাফিজের সতীর্থ বাঘা বাঘা ক্রিকেটাররা। দেখে নিন এক নজরে-
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড : বেন কাটিং, কাইরান পোলার্ড, জে পি ডুমিনি, রোহিম শর্মা, প্যাট কামিন্স, মোস্তাফিজুর রহমান, হার্দিক পান্ডে, জসপ্রিত বুমরাহ, রাহুল চাহার, অনুকুল রায়, তাজিন্দার সিং, মায়াঙ্ক মার্ক, মোহসিন খান, জেসন বেহরেনডরফ, প্রদীপ সাংওয়ান, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, সিদ্বেশ লাদ, এভিন লিউস, সূর্যকুমার ইয়াদব, ক্রুনাল পান্ডে, আকিলা ধনাঞ্জয়া, ইশান কিশান, শারদ লাম্বা ও এমডি নিদেশ।